Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তাঁতশিল্পকে সরকার আরও উন্নত এবং সমৃদ্ধশালী করতে চায়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩৯

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ আস‌নের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) ব‌লেছেন, ‘তাঁতশিল্পের উন্নয়নকে কিভাবে আরও সম্প্রসারিত করা যায় সেটাই বর্তমান সরকারের লক্ষ্য। আমাদের তাঁতিদের মেধা সত্যিই প্রশংসার দাবি রাখে। এই তাঁত শিল্পকে সরকার আরও উন্নত এবং সমৃদ্ধশালী করতে চায়। সেদিকে সরকা‌রের দৃষ্টি রয়েছে এবং এজন্য যা যা করণীয় সরকার তা করবে।’

শ‌নিবার (২০ ফেব্রুয়ারি) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতার ছোনা‌বো এলাকায় তাঁতি কার্ড বিতরণী অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা ব‌লেন। বাংলা‌দেশ তাঁত বো‌র্ডের বে‌সিক সেন্টা‌রে তাঁতি‌দের আর্থ-সামা‌জিক অবস্থার উন্নয়‌নে ‘চল‌তি মূলধন সরবরাহ ও তাঁ‌তের আধু‌নিকায়ন প্রক‌ল্পে’র আওতায় ‌দে‌শের সব তাঁতি‌কে এই কার্ড দেওয়া হচ্ছে। বাংলা‌দেশ তাঁত বো‌র্ড এই প্রকল্প বাস্তবায়ন করছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠা‌নে মোট ২৬১ জন তাঁতির মা‌ঝে কার্ড বিতরণ করা হয়।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) ব‌লেন, ‘‌তাঁতশিল্প বাংলা‌দে‌শের অর্থনী‌তি‌তে গুরুত্বপূর্ণ ভূ‌মিকা পালন ক‌রে আস‌ছে। গ্রামীণ কর্মসংস্থা‌নের ক্ষে‌ত্রে কৃ‌ষির পরপরই তাঁতের অবস্থান। তাঁতশিল্প বি‌শেষা‌য়িত ও প্রযু‌ক্তিগত ভা‌বে উচ্চ মূ‌ল্যের কার্যক্রমে প‌রিণত হ‌য়ে‌ছে। সরকার দেশে তাঁতবস্ত্রের উৎপাদন ও দরিদ্র প্রান্তিক তাঁতিদের আত্মকর্মসংস্থান ও জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা দিচ্ছে।’

তাঁতশিল্পকে আরও আধুনিক ও বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘তাঁতশিল্পের ঐতিহ্য রক্ষায় সরকার সব ধর‌নের প্রদ‌ক্ষেপ গ্রহণ ক‌রে‌ছে। এই শিল্পের প্রসারেও সম্ভাব্য সব ধরনের পদক্ষেপই সরকার নি‌য়ে‌ছে। এই শিল্প যেন আরও উন্নত হয়, সম্প্রসারিত হয়, সেদিকেই আমরা নজর দিচ্ছি।’

বিজ্ঞাপন

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘পহেলা বৈশাখে তাঁতের কাজ হয়। করোনার প্রভাবে এবার তাঁতের কাজ হয় নাই। পহেলা বৈশাখে কাজ না হওয়াতে তাঁতিরা নিঃস্ব হয়েছে। সারাদেশে তাঁতিদের অবস্থা ভালো না। আমরা চেষ্টা করছি তাঁতিদের অবস্থার উন্নয়নের। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তাঁতিদের অবস্থার উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।’

মন্ত্রী আরও বলেন, ‘নারায়ণগঞ্জে তাঁতি সবচেয়ে বেশি। তারপর সিরাজগঞ্জ, কুষ্টিয়া, টাঙ্গাইল। জামদানি মানেই রূপগঞ্জ। এখানে তাঁতশিল্প গড়ে উঠেছে। আমার এলাকাসহ সমগ্র দেশের তাঁতিদের রক্ষা করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। তাঁতিদের বর্তমানে যে ঋণ দেওয়া হয় তাতে তাদের কিছুই হয় না। সহজ শর্তে ঋণের পরিমান বাড়ানো হবে। ঋণ নিয়ে তাঁতিরা যা‌তে টিকে থাকতে পারে সেই পরিমাণ ঋণ আমরা দেওয়ার ব্যবস্থা করছি। তাঁতশিল্প বাঙালি জাতির ঐতিহ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এই শিল্পকে আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তুলতে কাজ করছে। এই শিল্পের ঐতিহ্য বিশ্বব্যাপী তুলে ধরতে হবে।’

রূপগ‌ঞ্জে বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে বঙ্গবন্ধু বস্ত্র ও পাট জাদুঘর, জামদানি বস্ত্র প্রদর্শনী ও উন্নয়ন কেন্দ্র এবং জামদানি বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র, সরকারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অ্যান্ড টেক্সটাইল কলেজ নির্মাণ করা হবে বলেও জানান মন্ত্রী।

বাংলা‌দেশ তাঁত বো‌র্ডের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলমের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন- রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহিন ফরাজি, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভুইয়াসহ অনেকে।

সারাবাংলা/এমও

তাঁত বো‌র্ড তাঁতশিল্প বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর