Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রম বিধিমালা সংশোধনে কমিটি পুনর্গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২১ ১৭:১৫

ঢাকা: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শ্রম) কে আহ্বায়ক করে প্রস্তাবনা প্রণয়ন কমিটি পুনর্গঠন করা হয়েছে। বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ অধিকতর সংশোধন করে আরও যুগোপযোগী ও আধুনিকীকরণের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

পুনর্গঠিত কমিটিতে রয়েছেন আহ্বায়ক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শ্রম)। সদস্য বাণিজ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, কল- কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শকের প্রতিনিধি, শ্রম অধিদফতরের মহাপরিচালকের প্রতিনিধি, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারর্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন- বিজিএমইএ প্রতিনিধি, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারর্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন- বিকেএমইএ প্রতিনিধি, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নানকে, ন্যাশানাল কো- অর্ডিনেটর কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশনের ( এনসিসিডবিউই) চেয়ারম্যান এবং বাংলাদেশ কাউন্সিল- আইবিসি এর মহাসচিব। আর কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব (শ্রম) অথবা উপসচিব ( শ্রম)।

উল্লেখ্য, ২০১৯ সালের ১ অক্টোবর শ্রম বিধিমালা সংশোধনের কমিটি গঠন করা হয়েছিল।

সারাবাংলা/জেআর/একে

পুনর্গঠন শ্রম বিধিমালা

বিজ্ঞাপন

বিয়ে করেছেন তমালিকা
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০৬

নির্যাতন ও নারীর লড়াই
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর