Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ২ বছর, ১৬ বারেও জমা পড়েনি প্রতিবেদন

আরিফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২১ ১৫:২৩ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২১ ১৭:২৪

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জন মারা যাওয়ার ঘটনায় দায়ের করা মামলার ২ বছরেও তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি পুলিশ। এ নিয়ে ১৬ বারের মতো সময় নিলো পুলিশ।

মামলাটির তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক কবীর হোসেন সারাবাংলাকে জানিয়েছেন, মামলাটির তদন্ত প্রায় শেষের দিকে। মামলার কিছু কাজ বাকি রয়েছে। এগুলো শেষ হলেই অল্প সময়ের মধ্যে চার্জশিট দাখিল করতে পারব।

বিজ্ঞাপন

এদিকে মামলার বাদী আসিফ জানান, নির্মমভাবে ৭১ জন মানুষ পুড়ে মরার দুই বছর হয়ে গেলো। এখনও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। এর চেয়ে দুঃখের আর কিছু আছে। আমরা এতে হতাশ। বিচার কি আদৌ হবে? ওইদিন আমি আমার বাবাকে হারিয়েছে। এ ঘটনায় আমরা অনেকে নিঃস্ব হয়ে গেছি। শুনেছি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য সব ব্যাংক ৩০ কোটি টাকার মতো দিয়েছিল। আমরা কেউ কোনো সাহায্য পায়নি। তাহলে টাকাগুলো গেল কোথায়?’

আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা কেউ খেয়ে, না খেয়ে আছি। কেউ খোঁজ নেয় না। এদিন আসলে অনেকে একটু খোঁজ নেয়। এরপর আবার ভুলে যায়। মামলাটির যেন দ্রুত বিচার হয় সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।’

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোস্তফা পাঠান ফারুক জানান, কেউ কি ইচ্ছে করে আগুন লাগাতে চাই? আসামিদের ব্যাপক ক্ষতি হয়েছে। তারা অসহায়, নিঃস্ব হয়ে গেছে সবকিছু হারিয়ে। তারাও ভুক্তভোগী। বাড়িওয়ালা হওয়াটাই অপরাধ হয়েছে তাদের। বাড়িভাড়ার টাকা দিয়ে তাদের সংসার চলতো। সেই বাড়িটাও নষ্ট হয়ে গেছে। মামলা চালানোর টাকা পর্যন্ত তাদের নেই।’

আইনজীবী মোস্তফা পাঠান বলেন, ‘বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। এখনও পুলিশ প্রতিবেদন আসেনি। তাদের শারীরিক, মানসিক, আর্থিক অবস্থা খুবই খারাপ। বেঁচে থাকার জন্য হলেও তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।’

বিজ্ঞাপন

সর্বশেষ গত ১৮ জানুয়ারি মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু ওই দিন তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক কবীর হোসেন প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম আগামী ২৪ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে মো. হাসান ও সোহেল ওরফে শহীদ তাদের চতুর্থ তলার বসতবাড়ির বিভিন্ন ফ্লোরে দাহ্যপদার্থ ক্রয় বিক্রয়কারীদের কাছে আর্থিকভাবে লাভবানের আশায় তারা ভাড়া দেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০ দিকে চকবাজার মডেল থানাধীন চুড়িহাট্টা শাহী জামে মসজিদের সামনে রাস্তায় চলাচলরত একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাশের বিদ্যুতের ট্রান্সমিটারে আগুন লাগে। তৎক্ষণাৎ পাশে আরেকটি প্রাইভেটকারে আগুন লাগলে সেই গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা বিল্ডিংয়ের সামনে একটি পিকআপ গ্যাস সিলিন্ডার ভর্তি অবস্থায় দাঁড়িয়ে ছিল। ওই পিকআপের সিলিন্ডারগুলো বিস্ফোরিত হয়ে বাড়ির নিচতলা ও রাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মধ্যে আগুন লাগে। ওই রাতে চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে ৭১ জন মারা যায়।

ওই ঘটনায় স্থানীয় মো. আসিফ বাদী হয়ে চকবাজার থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে দুই আসামির নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে আসামিরা জামিনে আছেন।

সারাবাংলা/এআই/একে

আগুন চুড়িহাট্টা টপ নিউজ শরীফ ম্যানসন