Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২১ ১৪:১৩

নারায়ণগঞ্জ: সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে আধিপত্য বিস্তার ও একটি কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে আলাউদ্দিন ও সাদেক গ্রুপের মধ্যে সংঘর্ষে সমর আলী নামে একজন নিহত হয়েছেন। এ সময় মুক্তিযোদ্ধা, নারী, শিশুসহ ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পযর্ন্ত সংঘর্ষের মধ্যে প্রতিপক্ষের লোকজন সমর আলীকে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়ার পথে মারা যান তিনি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

সোনারগাঁও থানার পরিদর্শক ওসি (তদন্ত) তবিদুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

সারাবাংলা/এএম

টপ নিউজ নারায়ণগঞ্জ সোনারগাঁও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর