Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে করোনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২১ ২০:৫১

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর ইপিজেড থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রাম নগর পুলিশের এক উপ-কমিশনারসহ (পুলিশ সুপার) মোট ছয়জন করোনাভাইরাস সংক্রমিত হয়ে মারা গেলেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে শুক্রবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

মৃত মোহাম্মদ সাহেব আলী (৫৭) চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নিউমুরিং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ১৯৮৩ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি। বাড়ি চাঁদপুর জেলার সদর থানার পুরাতন আদালতপাড়া এলাকায়। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মো. আব্দুর রউফ সারাবাংলাকে বলেন, ‘গত ২৮ জানুয়ারি দায়িত্বরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাহেব আলী। তাকে প্রথমে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ জানুয়ারি তাকে রাজারবাগ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। গতকাল (বৃহস্পতিবার) তিনি মারা গেছেন।’

শুক্রবার দুপুরে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা রউফ।

এদিকে কনস্টেবল সাহেব আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

সারাবাংলা/আরডি/একে

করোনা কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর