Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশ্চিমবঙ্গে কোকেনসহ বিজেপি নেত্রী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২১ ২০:৩১ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২১ ২০:৫০

পশ্চিমবঙ্গে ১০০ গ্রাম কোকেনসহ গ্রেফতার হয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) যুব মোর্চা নেত্রী পামেলা গোস্বামী। এ সময় তার এক সঙ্গীকেও গ্রেফতার করে পুলিশ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) নিউ আলিপুরে পুলিশ তার গাড়ি তল্লাশি করে ১০০ গ্রাম কোকেন উদ্ধার করে।

স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম জানায়, হুগলি জেলা বিজেপি যুব মোর্চার পর্যবেক্ষক পামেলা গোস্বামী। তার বিরুদ্ধে আগে থেকে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। পুলিশ বেশ কিছুদিন ধরেই তার ব্যাপারে তদন্ত করছিল। শুক্রবার নির্দিষ্টি তথ্যের ভিত্তিতে, গাড়ি নিয়ে মার্কেটে যাওার সময় পুলিশ পামেলার গাড়ির গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় তার হাত ব্যাগ এবং গাড়ির ভেতর থেকে ১০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কয়েক লাখ টাকার কোকেনসহ অন্যান্য মাদক পাচারের সঙ্গে জড়িত বিজেপি’র এই যুব নেত্রী। দীর্ঘদিন ধরে কলকাতা থেকে ভারতের বিভিন্ন শহরে মাদক পাচার করে আসছিলেন তিনি। তার সঙ্গী ছিলেন প্রবীর দে নামে বিজেপি’র আরেক নেতা। তিনি পামেলাকে মাদক সরবরাহ করতেন।

সারাবাংলা/একেএম

কোকেন টপ নিউজ পামেলা গোস্বামী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর