সিরাজগঞ্জের মহাসড়কে ‘যানজটে’ ভোগান্তি
১৯ ফেব্রুয়ারি ২০২১ ২০:০৩
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের মহাসড়কে যানযট ও গাড়িতে ধীরগতি ও থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়কে গাড়ি বিকল হওয়া ও সড়ক ৪লেনে উন্নীতকরণের কাজ চলার পাশাপাশি কিছু কিছু জায়গায় এক লেন দিয়ে গাড়ি চলা ও মহাসড়কের গাড়ি থামিয়ে বালুবাহী ট্রাক চলাচলে এই পরিস্থিতি দেখা দিয়েছে।
এতে ৩ দিনের ছুটিকে সামনে রেখে উত্তরবঙ্গগামী মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। বাড়ি ফেরার আনন্দ যেন দুর্ভোগে পরিণত হচ্ছে।
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকা পর্যন্ত যানজট ও মাঝে মাঝে ধীরগতিতে গাড়ি চলছে। এর মাঝে সয়দাবাদ মুলিবাড়ি রেলগেট এলাকায় একই লেনে চলছে ঢাকা টাঙ্গাইলগামী ও উত্তরবঙ্গগামী যান। এছাড়া কড্ডা এলাকাতেও যান যাচ্ছে একই ভাবে। এর ওপরে আবার কড্ডা এলাকায় যান বিকল হয়ে পড়ায় কিছু সময় তীব্র যানজটের তৈরি হয়।
ঢাকা থেকে ছুটিতে বাড়ি যাওয়া নীলফামারীগামী রিনা পারভীন বলেন, ‘এমনিতেই সড়কের উন্নয়ন কাজের জন্য যানজট ও ধুলাবালি, তার ওপরে অনেক চালকরাই নিয়ম মানছেন না। বাড়ি ফেরার আনন্দ যেন দুর্ভোগে পরিণত হয়েছে।’
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিলি আরা বলেন, ‘৩দিনের ছুটিকে সামনে রেখে রাস্তায় গাড়ির অনেক চাপ। তার ওপরে রাস্তায় কাজ চলা ও কিছু রাস্তার এক লেন বন্ধ থাকায় মাঝে মাঝে তীব্র যানযটের তৈরি হচ্ছে। তবে এখন (সন্ধ্যা ৬টা) ধীরগতি থাকলেও যানজট নেই।’
সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. আব্দুল গণি কড্ডা এলাকা থেকে বলেন, ‘এখানে এক লেনে গাড়ি চলছে ও অন্যপাশে কাজ চলছে। একটু আগে সেই রাস্তায় গাড়ি বিকল হওয়ায় যানজট তৈরি হয়েছিল। এখন অনেকটাই স্বাভাবিক আছে।’
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরনবী প্রধান বলেন, ‘হাটিকুমরুল এলাকায় যানবাহনে ধীরগতি থাকলেও যানজট নেই।’
সারাবাংলা/এমও