Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘোড়াশাল সার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫টি ইউনিট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২১ ১৭:২৬ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৩৫

প্রতীকী ছবি

নরসিংদী: জেলার ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের সময় তিতাস গ্যাসের পাইপলাইন ফুটো হয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। নির্মাণাধীন ভবনটি কারখানা হিসেবে ব্যবহৃত হবে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘোড়াশাল, পলাশ এবং নরসিংদী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন ছড়িয়ে পড়া রোধ করতে ফায়ার সার্ভিসের দল কাজ করছে। নরসিংদীর ফায়ার সার্ভিস ইউনিটের উপ-পরিচালক নুরুল ইসলাম এ তথ্য জানান।

বিজ্ঞাপন

এ বিষয়ে নুরুল ইসলাম জানান, শুক্রবার সকাল থেকেই প্রতিষ্ঠানটির অভ্যন্তরে নির্মাণাধীন কারখানা ভবনের পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। বেলা ১২টার দিকে পাইলিং তিতাস গ্যাসের পাইপলাইনে পৌঁছলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় আশরাফ ট্রেড প্রতিষ্ঠানের একটি পাইলিং মেশিন পুড়ে যাওয়া ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, ইতোমধ্যে তিতাস গ্যাস কোম্পানির লোকজন ঘটনাস্থলে পৌঁছেছে, বাল্ব স্টেশন থেকে সংযোগ বন্ধের মাধ্যমে দ্রুতই আগুন নেভানো সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন নুরুল ইসলাম।

সারাবাংলা/এনএস

অগ্নিকাণ্ড ঘোড়াশাল সার কারখানা তিতাস গ্যাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর