Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমার: বিক্ষোভে গুলিবিদ্ধ নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২১ ১৫:২৪ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৪০

মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে মাথায় গুলিবিদ্ধ ২০ বছর বয়সী নারী মেয়া থুই থুই খাইংয়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজধানী নেইপিডোর হাসপাতাল কর্তৃপক্ষ। ওই নারী ৯ ফেব্রুয়ারি বিক্ষোভ চলাকালীন মাথায় আঘাত পেয়েছিলেন। সেদিন গণতন্ত্রপন্থিদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, রাবার বুলেট ও তাজা গুলি ছুড়েছিল। খাইংয়ের আঘাতের সঙ্গে তাজা গুলির আঘাতের সামঞ্জস্য আছে বলে সে সময়ই বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী জানিয়েছিল। খবর রয়টার্স।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) খাইংয়ের ভাই ইয়ে তুত অং টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বোনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

প্রসঙ্গত, অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে মিয়ানমারে দুই সপ্তাহ ধরে টানা বিক্ষোভ চলছে।

এদিকে, খাইংয়ের শেষকৃত্য আয়োজনের দায়িত্বে থাকা একজন বিবিসিকে বলেছেন, শেষকৃত্যের প্রস্তুতি চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

তার চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট এক চিকিৎসক জানিয়েছেন, তার ন্যায় বিচার এবং সামনে এগিয়ে যাওয়ার দিকে তাকিয়ে আছেন। খাইংকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখার পর থেকেই হাসপাতালের কর্মীদেরকে ভয়াবহ চাপের মধ্যে থাকতে হয়েছে বলেও জানান তিনি।

মিয়ানমারের সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখবে।

সারাবাংলা/একেএম

অং সান সু চি গুলিবিদ্ধ নারীর মৃত্যু মিয়ানমারে সেনা অভ্যুত্থান

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর