Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় আগুনে পুড়ল বাড়ি-দোকান

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৫০

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার কলমাকান্দা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১টি বাড়িসহ ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা।

কলমাকান্দা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে পুরো বাজার ব্যাপক ক্ষয়ক্ষতি হাত থেকে রক্ষা পায়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কলমাকান্দা বাজারে শুক্রবার মধ্যরাতে চাউল মহল সংলগ্ন সুধাংশ সরকারের মুদির দোকান থেকে এ আগুনের উৎপত্তি হয়।খবর পেয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এসময় ভুক্তভোগী কাজল মাস্টারের বাসা ও সুধাংশ সরকারের মুদির দোকান, গোডাউনসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। পাশে থাকা আরো ৮-১০ টি দোকানঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়।

কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতির শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে ।

সারাবাংলা/এসএসএ

আগুন ছাই নেত্রকোনা বাড়ি-দোকান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর