Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৎ ছেলের ছুরিকাঘাতে মা-মেয়ের পর আহত শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২১ ১৩:২৪

সিলেট: মহানগরের শাহপরান থানাধীন বিআইডিসি এলাকার মীর মহল্লায় সৎ ছেলের ছুরিকাঘাতে মা-মেয়ের পর গুরুতর আহত শিশু তাহসানও (৭) মারা গেছে। গত রাত ভোর ৪টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রাত ১২টার দিকে সৎমা রুবিয়া বেগম (৩০) এবং তার মেয়ে মাহাকে (৯) ছুরিকাঘাতে হত্যা করে ঘাতক আবাদ হোসেন। এ সময় তার ছুরির আঘাতে আহত হয় শিশু তানসান। পরে তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে হত্যাকাণ্ডের পর ঘরে আগুন দিয়ে তালাবদ্ধ করার সময় স্থানীয় প্রতিবেশীরা আবাদকে ছুরিসহ আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, সৎ মা, বোন ও ভাইকে হত্যার অপরাধে আবাদ হোসেন নামে  যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএসএ

নিহত মা-মেয়ে শিশু সৎ ছেলের ছুরিকাঘাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর