কেরানীগঞ্জে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২১ ১০:০১
১৯ ফেব্রুয়ারি ২০২১ ১০:০১
ঢাকা: কেরানীগঞ্জ স্বপ্নধারা এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে র্যাব। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে র্যাব সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি।
তিনি আরও জানান, ভোরে র্যাব-১০ এর সদস্যরা ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিস্তারিত এখনই কিছু বলা যাচ্ছে না।
সারাবাংলা /এসএসআর/এসএসএ