Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ববিদ্যালয়ের পাঠে যুক্ত হচ্ছে ‘বাঁশি’

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১ ২০:১১

ঢাকা: দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ললিত কলা অনুষদের বিষয় হিসেবে ‘সংগীত’ পাঠ্য হলেও এর পাঠ্যক্রমে ‘বাঁশি’ বাদ্যযন্ত্রটি অন্তর্ভুক্ত ছিল না। তবে বহুল ব্যবহৃত এই বাদ্যযন্ত্রটিকে এবার বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নের বিষয় হিসেবে এবার যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) নির্দেশনাও পাঠানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) উপসচিব মো. নুর ই আলমের সই করা এ নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ললিত কলা অনুষদের সংগীত বিভাগে ‘বাঁশি’কে (বিষয়) হিসেবে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হচ্ছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয় বলছে, উত্তম কুমার চক্রবর্তী নামে এক ব্যক্তি বাঁশি ঐতিহ্যকে ধরে রাখতে শিক্ষামন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছিলেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতেই মূলত ‘বাঁশি’কে বিষয় হিসেবে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

উত্তম আবেদনে বলেন, বাঙালির নিজস্ব ছয়শ রকমের বাদ্যযন্ত্রের মধ্যে বাঁশি অন্যতম। এই উপমহাদেশে এটি বাঁশরি নামেও খ্যাত। আবেদনটি পাওয়ার পর শিক্ষামন্ত্রী দীপু মনি বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে নির্দেশ দেন।

বিশেষ ধরনের মুলি বাঁশ বা নল বাঁশ দিয়ে মূলত বাঁশি তৈরি করা হয়ে থাকে। তবে কেউ কেউ পিতল, তামা বা ইস্পাত দিয়েও বাঁশি বানিয়ে নেন। প্রাচীন কাল থেকেই ভারতবর্ষের লোকজ সংস্কৃতিতে জড়িয়ে রয়েছে এই বাদ্যযন্ত্রের ব্যবহার। শুরু থেকে সাধারণভাবে বাঁশিতে ছয়টি ছিদ্র থাকলেও অমর বংশীবাদক পান্নালাল ঘোষণ সপ্তম একটি ছিদ্র সংযুক্ত করে বাঁশিতে অভাবনীয় সুরের লহরী তৈরি করেন। বাঁশিতেও যে শাস্ত্রীয় সংগীত বাজানো যায়, সেটিও তিনিই প্রথম দেখিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/টিআর

টপ নিউজ বাঁশি বিশ্ববিদ্যালয়ের বিষয়