রূপগঞ্জে উঠান বৈঠকের উদ্বোধন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৪৮
নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বড়ালু এলাকায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকের উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমান, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান আকন্দ, আওয়ামী লীগ নেতা রবি রায়, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল খন্দকার জয়, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভুঁইয়া, সাধারণ সম্পাদক নাদিম হোসেন অপুসহ অনেকে।
উঠান বৈঠকের সভাপতিত্ব করেন- আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম জহির।
সারাবাংলা/এমও