Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকেএমইএ ও কনসেপটো অ্যাডভারটাইজিংয়ের মধ্যে সমঝোতা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৯:১০

ঢাকা: দেশের নিট পোশাক কারখানায় কর্মরত নারী শ্রমিকদের মিন্সট্রুয়াল হাইজিন বিষয়ে সচেতনতা তৈরিতে বিকেএমইএ ও কনসেপটো অ্যাডভারটাইজিংয়ের মধ্যে এক সমঝোতা সই হয়।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেএমইএ কার্যালয়ে এই সমাঝোতা সই হয়। এতে বিকেএমইএ’র পক্ষে প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলভ চৌধুরী এবং কনসেপটো অ্যাডভারটাইজিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা তুষার দাস ও ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ খান সমঝোতাতে সই করেন।

বিজ্ঞাপন

এসময় দুই প্রতিষ্ঠানেরই ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ১ মার্চ থেকে ‘অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ফর দ্যা ফিমেল গার্মেন্ট ওয়ার্কার্স মিন্সট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট’ শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় বিকেএমইএ’র ১০টি সদস্য কারখানায় এই কার্যক্রম পরিচালিত হবে। তিন মাসের এই ক্যাম্পেইন চলাকালে ১০টি কারখানার মধ্যে নারায়ণগঞ্জের ছয়টি, ঢাকার দুইটি এবং চট্টগ্রামের দুইটি নিট কারখানার শ্রমিকরা এসএমসি’র জয়া ব্র্যান্ডের সেনিটারি ন্যাপকিন বাজার মূল্যের চেয়ে সাশ্রয়ী মূল্যে পাবেন। এর সঙ্গে একটি কিনলে একটি ফ্রি অফারও থাকছে।

‘অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ফর দ্যা ফিমেল গার্মেন্ট ওয়ার্কার্স মিন্সট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট’ প্রকল্পের আওতায় একটি ইন লাইন ও বেজলাইন সার্ভে পরিচালিত হবে। যার ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে এই সেবাটি বিকেএমএ’র সদস্যভুক্ত সব কারখানায় বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

সারাবাংলা/ইএইচটি/এমও

নারী শ্রমিক নিট পোশাক