Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী অপরাধের মামলায় শর্তসাপেক্ষে এক আসামির জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৮:২৬

ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর আবেদ হোসেনকে (৬৫) চিকিৎসার শর্তে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আসামির জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. শাহিনুর ইসলাম, বিচারপতি আমির হোসেন ও বিচারপতি আবু আহমেদ জমাদারের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল বেঞ্চ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান। তিনি সারাবাংলাকে বলেন, ‘ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর আবেদ হোসেনকে (৬৫) চিকিৎসার শর্তে জামিন দেওয়া হয়েছে। চিকিৎসার শর্ত হিসেবে তাকে ঢাকায় থেকে চিকিৎসা গ্রহণ করতে হবে। বর্তমানে আবেদ হোসেন কারাগারের অধীনে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি আছেন।’

এর আগে, আবেদ হোসেনের বিরুদ্ধে ২০১৮ সালের ২৯ জুলাই থেকে এ মামলার তদন্ত শুরু হয়ে ২০১৯ সালের ৮ আগস্ট শেষ হয়। আবেদ হোসেন মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের মে থেকে ২২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অপরাধ করেন বলে তদন্তে উঠে আসে। তার বিরুদ্ধে অপহরণ, হত্যা ও গণহত্যার মোট তিনটি অভিযোগ রয়েছে।

সারাবাংলা/কেআইএফ/এমও

আসামির জামিন মানবতাবিরোধী অপরাধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর