Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৪৭

নড়াইল: স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. ফোরকান উদ্দিন ওরফে শাকিল খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নড়াইল জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ২০১৫ সালে ১১ অক্টোবর গভীর রাতে স্ত্রী মর্জিনা ওরফে বিথিকে স্বামী শাকিল খান ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১৩ অক্টোবর ২০১৫ সালে লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সারাবাংলা/এসএসএ

নড়াইল স্ত্রী হত্যা স্বামীর মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর