Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১০-১১ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৪:১৫

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) ২০২১-২০২২ মেয়াদের নির্বাচন আগামী ১০ ও ১১ মার্চ (বুধ ও বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল এ তথ্য জানিয়েছেন। কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে সরকার সমর্থক ও বিএনপি সমর্থক আইনজীবীরা তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। সরকারপন্থীদের প্যানেলে জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মতিন খসরুকে সভাপতি ও আব্দুল আলীম মিয়া জুয়েলকে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আর বিএনপি সমর্থকদের প্যানেলে সভাপতি পদে ফজলুর রহমানকে ও সম্পাদক সমিতির বর্তমান সম্পাদক রুহুল কুদ্দুস কাজলকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২১ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন সরকার সমর্থিত সাদা প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। অন্যদিকে সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন বিএনপি সমর্থক নীল প্যানেলের রুহুল কুদ্দুস কাজল।

২০২০-২১ মেয়াদের নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ছয়টি পদে জয় পেয়েছিল সরকার সমর্থক আইনজীবীরা। অপরদিকে সম্পাদকসহ আটটি পদে বিএনপি সমর্থক আইনজীবীরা জয় পেয়েছিল।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

আইনজীবী সমিতি টপ নিউজ নির্বাচন সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর