‘প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত ডাটাবেজ বানাবে সরকার’
১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৪:০৬ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৯:২৪
ঢাকা: একটি উৎস থেকেই পাওয়া যাবে দেশের সকল নাগরিকের তথ্য। এ লক্ষ্যে প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত রেজিস্ট্রার (ডাটাবেইজ) তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এই ডাটাবেজে সকল নাগরিকের আলাদা আলাদা তথ্য যুক্ত থাকবে। ডাটাবেজ তৈরির জন্য ‘ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার‘ সংক্রান্ত প্রকল্প অনুমোদনের জন্য অপেক্ষা করছে সংস্থাটি। এসব তথ্য জানিয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ও বিবিএস‘র যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার, বাংলাদেশ বেতারের ডেপুটি ডিরেক্টর জেনারেল (নিউজ) এ এস এম জাহীদ। কর্মশালায় সভাপতিত্ব করেন বিবিএস মহাপরিচালক মো. তাজুল ইসলাম।
ইয়ামিন চৌধুরী বলেন, ‘কোভিডের জন্য আমাদের দেশের জনশুমারি পেছানো হয়েছে। কারণ আমাদের সশরীরে মাঠে গিয়ে ডাটা সংগ্রহ করতে হয়। কিন্তু উন্নত বিশ্বে এই পদ্ধতি ব্যবহার করে না। তারা আরও আপডেট প্রযুক্তি ব্যবহার করে।‘
তিনি বলেন, ‘বিশেষ করে আমাদের বন্ধু রাষ্ট্র জাপানের পরিসংখ্যান খুব শক্তিশালী। করোনা মহামারির মধ্যে তারা জনশুমারির তথ্য আপডেট করেছে। তারা প্রযুক্তির মাধ্যমে জাপানের সকল নাগরিকের তথ্য সম্বলিত ডাটাবেজ আপডেট করেছে।’
সচিব আরও বলেন, ‘করোনার মধ্যে আমরা অনুভব করেছি যে, আমাদের সকল নাগরিকের ব্যত্তিগত ডাটাবেজ দরকার। ডাটাবেজ থাকলে সহজেই নাগরিকের যেকোনো তথ্য আপডেট করতে পারব। আপডেট তথ্যের জন্য বিবিএস থেকে প্রত্যেক নাগরিকদের ব্যক্তি ডাটাবেজ তৈরি করা হবে। সেখানে প্রত্যেক নাগরিকের নাম, ঠিকানা, বৈবাহিক অবস্থা, সম্পত্তি, পরিবারের সদস্যসহ আরও আনুষাঙ্গিক তথ্য থাকবে ডাটাবেজে। এখান থেকে কারও তথ্য মুছে যাবে না।’ এই পদ্ধতি জাপানসহ বিশ্বের উন্নত দেশগুলো করছে বলে জানান তিনি।
সারাবাংলা/জেজে/পিটিএম