Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইক্রোবাসের ধাক্কায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৫৯ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ১১:৪৮

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কাকরাইলে মাইক্রোবাসের ধাক্কায় নবী হোসেন (৪৫) নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী মারা গেছেন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত নবী হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কোনাঘাট বাজার এলাকার মো. জাহের মিয়ার ছেলে। চার সন্তান ও স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। নবী হোসেন বেইলি রোডে ছয়তলা কোয়ার্টারে থাকতেন।

নবী হোসেনের চাচাতো ভাই মঙ্গল মিয়া জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে ১৫-১৬ বছর ধরে কাজ করত নবী হোসেন। গতরাতে নবী হোসেনসহ আরো একজন কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সামনে রাস্তায় ঝাড়ু দিচ্ছিল। তখন একটি দ্রুতগামীর মাইক্রোবাস নবী হোসেনকে ধাক্কা দেয়। পরে তার সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যায়।

ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসএসএ

টপ নিউজ নিহত মাইক্রোবাসের ধাক্কা রাজধানী সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর