Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে খালেদা জিয়া-গয়েশ্বরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১ ২০:৫৩ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২১ ২১:১৪

নড়াইল: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নড়াইলের সদর আমলি আদালত। মহান স্বাধীনতাযুদ্ধে শহিদ মুক্তিযোদ্ধা ও শহিদ বুদ্ধিজীবীদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে নড়াইলে দায়ের করা পৃথক দুই মানহানির মামলায় তাদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইল সদর আমলি আদালতের বিচারক আমাতুল মোর্শেদা এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতের পাবলিক প্রসিকিউটর ইমদাদুল ইসলাম জানান, মামলা দুইটির সমন জারি হলেও তা ফেরত এসেছিল। আসামিরাও আদালতে উপস্থিত হননি। এ কারণে বুধবার আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মামলা দুইটির বাদী নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের শেখ ওয়াজেদ আলীর ছেলে ও শহিদ শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ আশিক বিল্লাহ। ২০১৫ সালের ২৯ ডিসেম্বর তিনি মামলা দুইটি দায়ের করেছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়া স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহিদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। একই সমাবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে বলেন, তিনি (বঙ্গবন্ধু) বাংলাদেশের স্বাধীনতা চাননি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। ওই বছরেরই ২৫ ডিসেম্বর ঢাকায় দলের এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় শহিদ বুদ্ধিজীবীদের নিয়ে বিরূপ মন্তব্য করেন।

অভিযোগে বাদী বলেন, এসব বিরূপ মন্তব্য পত্রপত্রিকায় পড়ে তারা মর্মাহত ও মারাত্মকভাবে ক্ষুব্ধ হন এবং ২৯ ডিসেম্বর নড়াইল আমলি আদালতে মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

খালেদা জিয়া গয়েশ্বর চন্দ্র রায় গ্রেফতারি পরোয়ানা নড়াইল আমলি আদালত