Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে সম্পর্ক-ব্ল্যাকমেইল, স্ত্রীর অভিযোগে স্বামী গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৩৫ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৫৮

ঢাকা: অনলাইনে নারীদের সঙ্গে গড়ে পরবর্তী সময়ে তাদের ব্ল্যাকমেইল করার অভিযোগে নাজমুল হাসান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। থানায় নাজমুলের স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) মো. সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে এক নারী তার স্বামী মো. নাজমুল হাসানের বিরুদ্ধে অভিযোগ আনেন। তিনি বলেন, বিভিন্ন নারীর সঙ্গে ভার্চুয়ালি সম্পর্ক গড়ে তুলে প্রতারণামূলকভা‌বে বিয়ে ক‌রা ও তাদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে তা ফেসবু‌কে ছ‌ড়ি‌য়ে দেওয়ার হুম‌কি দি‌য়ে টাকা-পয়সা ও অলংকার হাতিয়ে নিয়ে থাকেন তার স্বামী। লোকলজ্জার ভয়ে প্রতারণার শিকার নারীর নাজমুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেননি। সেই সুযোগ নাজমুল আরও নারীকে প্রতারণার জালে ফাঁসিয়ে চলেছেন।

এআইজি সোহেল রানা বলেন, পুলিশ সদর দফতর থেকে অভিযোগটি তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নিতে ডিএমপি’র শ্যামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়। শ্যামপুর থানা পু‌লিশ তাৎক্ষ‌ণিকভা‌বে ওই নারীর সঙ্গে যোগা‌যোগ ক‌রে। পরে থানায় ওই নারীর লি‌খিত অভি‌যো‌গের পরিপ্রে‌ক্ষি‌তে শ্যামপুর মডেল থানার ওসি মফিজুল আলম ও এসআই দেবকুমার আচার্য্যের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়।

অভি‌যো‌গের প্রাথ‌মিক সত্যতা মিললে ওই টিম তথ্যপ্রযু‌ক্তি ও নানা গো‌য়েন্দা কৌশল অবলম্বন ক‌রে অভিযুক্ত মো. নাজমুল হাসানকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। নাজমুল বারবার তার অবস্থান পরিবর্তন করে পালিয়ে বেড়ানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত গতকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়া‌রি) ভোরে সিরাজগঞ্জ সদরের সয়াধানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

আসামিকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে নারীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে সম্পর্ক গড়ে প্রতারণার কথা নাজমুল স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। নাজমুল পুলিশকে জানিয়েছেন, তিনি নানা ধরনের কৌশল অবলম্বন করে তিন জন নারীকে বিয়ে করেছেন। এমনকি সিরাজগঞ্জের যে এলাকায় তিনি পালিয়ে অবস্থান করছিলেন, সেখানেও সম্পর্ক গড়ে তোলা এক নারীর কাছেই আশ্রয় নিয়েছিলেন।

সারাবাংলা/ইউজে/টিআর

অনলাইনে সম্পর্ক নারীদের সঙ্গে প্রতারণা ব্ল্যাকমেইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর