Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিক বিদ্যালয়গুলো দৃষ্টিনন্দন করা হচ্ছে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৭:০৭

ঢাকা: সংসদীয় কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দৃষ্টিনন্দন করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিদ্যালয়গুলোতে দৃষ্টিনন্দনকরণসহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির প্রস্তাব বা আবেদন প্রাধিকারের ভিত্তিতে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, আলী আজম, বেগম শিরীন আখতার, বেগম ফেরদৌসী ইসলাম ও কাজী মনিরুল ইসলাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, আগের বৈঠকে সংসদীয় কমিটির সদস্যরা তাদের নির্বাচনী এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো দৃষ্টিনন্দন ও সেখানে সুযোগ-সুবিধা বাড়ানোর সুপারিশ করে। এর জবাবে মন্ত্রণালয় ওই সব বিষয়ে পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে।

বৈঠকের দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদানে গুণগত পরিবর্তন আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে। আর মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করার তাগিদ দেওয়া হয়েছে। বৈঠকে যে সকল পিটিআই’র কার্যক্রম প্রশিক্ষণার্থী না থাকায় বন্ধ হয়ে আছে তা চালুকরণসহ বেসরকারি পিটিআইতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের প্রশিক্ষণগ্রহণ সহজীকরণের জন্য সুপারিশ করা হয়।

এ ছাড়া বৈঠকে ২৬ হাজার ১৯৩টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ সংক্রান্ত গেজেটভুক্তির কার্যক্রম আরও গতিশীল করার সুপারিশ করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/একে

দৃষ্টিনন্দন স্কুল প্রাথমিক বিদ্যালয়

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর