Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহানগর দক্ষিণ আ.লীগের সাবেক সভাপতি আবুল হাসনাত মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৫০

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসনাত মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যৃতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক আরিফুর রহমান রাসেল সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার আনুমানিক তিনটার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ক্যান্সারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক শোকবার্তায় মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

সারাবাংলা/এনআর/এসএসএ

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর শোক মারা গেছেন সাবেক সভাপতি আবুল হাসনাত