Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিন নিলেন আ.লীগের কেন্দ্রীয় সংস্কৃতি উপকমিটির সদস্যরা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৬:২৫

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্যদের মধ্যে রেজিস্ট্রেশনকৃত সদস্যরা করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় শেরেবাংলা নগরে অবস্থিত ঢাকা শিশু হাসপাতালে ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন তারা।

সংস্কৃতি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মঞ্চসারথী আতাউর রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এবং উপ-কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপির উপস্থিতিতে রেজিস্ট্রেশনকৃত সদস্যরা ভ্যাকসিন গ্রহণ করেন।

বিজ্ঞাপন

নিয়মানুযায়ী রেজিস্ট্রেশনকৃতদের মধ্যে আজকের তারিখ অনুযায়ী উপকমিটির সদস্য মো. গোলাম মোস্তফা সুজন, সঙ্গীতশিল্পী মহিউজ্জামান চৌধুরী ময়না, সঙ্গীতশিল্পী শুভ্র দেব, অভিনেতা আজিজুল হাকিম, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আলম পাঠান মিলন, আশিক রন, তাহেরুল হাসান শিবলী, ড. শাহাদাত হোসেন নিপু, মোশারফ হোসেন, সাঈদ আহমেদ বাবু প্রমুখ ভ্যাকসিন গ্রহণ করেন।

সারাবাংলা/এনআর/এসএসএ

আওয়ামী লীগ ভ্যাকসিন সংস্কৃতি উপকমিটি