Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অযত্ন-অবহেলায় জবির শহীদ মিনার

জবি প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৬:০৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার। বছরজুড়ে অরক্ষিত থাকা শহীদ মিনারটি ভাষার মাসেও অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে।

সরেজমিনে দেখা যায়, শহীদ মিনারের চারপাশে থাকা রেলিং ভেঙে গেছে, সিঁড়িতে ময়লা আবর্জনা, টাইলস নষ্ট। এছাড়া শহীদ মিনারের চারপাশে বিভিন্ন জায়গা আগাছায় ভরে গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এটি আর সংস্কার করা সম্ভব নয়। নতুন ক্যাম্পাসে তারা নতুন শহীদ মিনার স্থাপন করবে।

বিজ্ঞাপন

শহীদ মিনারের পাশেই রয়েছে ভাষা আন্দোলনের ভাষা শহীদ রফিক ভবন। রফিক ভবন থেকে শহীদ মিনারের দিকে তাকালে দেখা যায় সাদা রং দেওয়া জায়গাগুলো নষ্ট হয়ে কালো হয়ে গেছে।

শিক্ষার্থীরা বলছেন, শহীদ মিনারটি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে এর প্রতি অনেকেরই শ্রদ্ধা কমে যাবে। শহীদের স্মরণে একদিন ফুল দেওয়ার জন্যই যেন এর অবস্থান না হয় সেদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে অধ্যয়নরত শিক্ষার্থীরা। ভাষার মাসেও অযত্নে থাকা শহীদ মিনারটির নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দাবিও জানিয়েছেন অনেকে।

শহীদ মিনারটির এ অবস্থা দেখে দুঃখ প্রকাশ করে বাংলা বিভাগের শিক্ষার্থী শিবলী নোমান বলেন, শহীদরা হলেন আমাদের গর্ব। তাদের স্মরণে নির্মিত এই স্তম্ভ অযত্নে রাখা খুবই লজ্জার বিষয়। আমরা চাই শহীদ মিনারসহ ক্যাম্পাসের পরিবেশ সবসময় যেন পরিচ্ছন্ন রাখা হয়।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চিফ ইঞ্জিনিয়ার মো. হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, ‘এই বিষয়টা আমার দায়িত্বে নয়। তারপরও আমি এই ইস্যুটি নিয়ে রেজিস্ট্রারের সঙ্গে কথা বলব।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামালকে এ বিষয়ে অবহিত করা হলে তিনি বলেন, ‘এটা আমরা খুব দ্রুতই পরিষ্কার করব। এটা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন দফতরের দায়িত্ব। তারপরও আমি একজন প্রক্টর হিসেবে নিজ উদ্যোগে পরিষ্কার করব।’

সারাবাংলা/এসএসএ

অযত্ন-অবহেলা একুশে ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর