দোহাটেকের চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা আর নেই
১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৫:১১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৪৫
ঢাকা: তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম উদ্যোক্তা দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা আর নেই। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বেসিস সভাপতি আলমাস কবীর তথ্যটি নিশ্চিত করেছেন। সারাবাংলাকে তিনি বলেন, ‘ক্যানসার আক্রান্ত হয়েছিলেন তিনি। মাত্র সাত-আটদিন আগে তার ক্যানসার ধরা পড়েছে। উনার মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। এত তাড়াতাড়ি তিনি চলে যাবেন আমরা তা বুঝতে পারিনি।’
লুনা শামসুদ্দোহা দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান, বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির (বিডব্লিআইটি) প্রতিষ্ঠাতা ও সভাপতি, জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও এসএমই ফাউন্ডেশনের পরিচালক ছিলেন।
এদিকে লুনা শামসুদ্দোহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘লুনা শামসুদ্দোহা দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে গেছেন।’
তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের একজন একনিষ্ট কর্মী হিসেবে তিনি একেবারে প্রথম থেকে নিরলসভাবে কাজ করে গেছেন। সরকারের ই-জিপি সিস্টেমসহ অন্যান্য প্রকল্পে লুনা শামসুদ্দোহার গুরুত্বপূর্ণ অবদান অস্বীকার্য।’
শেকবার্তায় আইসিটি প্রতিমন্ত্রী লুনা শামসুদ্দোহার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম