Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীক্ষা শুরুর আগে হল খোলার দাবি পলিটেকনিক শিক্ষার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১ ১১:২৭

ঢাকা: আবাসিক হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের আবাসিক শিক্ষার্থীরা। পরীক্ষা শুরুর আগে হল খোলার দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নিজেদের ক্যাম্পাসের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে এই দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী বিভিন্ন পর্বের পরীক্ষায় অংশ নিতে এসে বিপাকে পড়েছেন। হল বন্ধ থাকায় শিক্ষার্থীদের থাকা-খাওয়াসহ বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে।

শিক্ষার্থীরা বলেন, হল বন্ধ ও বিশেষ ব্যবস্থায় থাকার সুযোগ না থাকায় অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারছেন না। এরা নিশ্চিতভাবেই এই পরীক্ষা মিস করবে নয়তবা রেজাল্ট খারাপ করবে। ঢাকায় মেস বাসা ভাড়া করা বা নেওয়ার সামর্থ্য অনেক শিক্ষার্থীরই নেই।

ঢাকা পলিটেকনিকের বিভিন্ন পর্বে ছয় হাজারের মতো শিক্ষার্থী রয়েছেন। এদের বেশিরভাগই আবাসিক হলে থেকেই লেখাপড়া করেন। হলে থাকেন মেয়ে শিক্ষার্থীরাও। এই সব শিক্ষার্থীরাই শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন।

উল্লেখ্য, মহামারির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান গত বছরের ১৮ মার্চ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রেখেছে সরকার।

সারাবাংলা/টিএস/এএম

টপ নিউজ পলিটেকনিক শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর