‘বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী’
১৬ ফেব্রুয়ারি ২০২১ ২২:১০ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২১ ০০:৩৭
ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেন, সরস্বতী পূজার এই আয়োজনে ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সবার অংশগ্রহণ দেশের অসাম্প্রদায়িক চেতনায় ও ঐতিহ্যে ভিন্ন মাত্রা যোগ করেছে। প্রধানমন্ত্রী এই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তেই নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সবাইকে এ জন্য একযোগে কাজ করতে হবে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে রাজধানী স্কুল মাঠে সারস্বতোৎসব সমন্বয় পর্ষদ, বাংলাদেশ জাতীয় সংসদ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, বাণী অর্চনা ও শুক্লা পঞ্চমীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এসময় অনুষ্ঠানটির শুভ উদ্বোধনও করেন স্পিকার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশে প্রত্যেকে নিজস্ব ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীন ও শান্তিপূর্ণভাবে পালন করছেন। করোনা মহামারির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে সবার সম্মিলিত প্রচেষ্টায় আজ সারস্বতোৎসব পালিত হচ্ছে।
এমন একটি মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে স্পিকার বলেন, এমন সুন্দর আয়োজন সবাইকে অসাম্প্রদায়িক চেতনায় অনুপ্রাণিত করবে।
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াও আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশে আজ সবাই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ধর্মীয় উৎসবগুলোতে অংশগ্রহণ করছে, যা অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য অসীম কুমার উকিল, মনোরঞ্জন শীল গোপাল ও বাসন্তী চাকমাসহ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এএইচএইচ/টিআর
অসাম্প্রদায়িক বাংলাদেশ সরস্বতী পূজা স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী