Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনার ভ্যাকসিনের নিবন্ধন বন্ধ করা হয়নি’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২১ ২১:১৫

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার জন্য সুরক্ষা অ্যাপের নিবন্ধন কার্যক্রম বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীতে করোনার কয়েকটি ভ্যাকসিন কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

নিবন্ধনে জটিলতা নিয়ে এক প্রশ্নের জবাবে মীরজাদী সেব্রিনা বলেন, ‘নিবন্ধন কার্যক্রম বন্ধ করা হয়নি। সার্ভার সমস্যাসহ নানা কারণে নিবন্ধনে জটিলতা হতে পারে। যেসব অগ্রাধিকার গোষ্ঠী এবং বয়স বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যে পড়লে যে কেউ নিবন্ধন করতে পারবেন।’

এ সময় টিকা কার্যক্রম সুন্দরভাবে চলছে জানিয়ে তিনি বলেন, ‘এখন থেকে দ্বিতীয় ডোজের জন্য আট সপ্তাহ সময়ের ব্যবধান নির্ধারণ করা হয়েছে। সে কারণে দ্বিতীয় ডোজের জন্য রেখে সব টিকা দিয়ে দেওয়া হবে। পরে যেগুলো আসবে, সেখান থেকে দ্বিতীয় ডোজ এবং নতুন করে প্রথম ডোজ দেওয়া হবে।’

দুপুরে মীরজাদী সেব্রিনা প্রথমে নগরীর সদরঘাটে চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালের টিকা কার্যক্রম পরিদর্শন করেন। এরপর তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আন্দরকিল্লায় জেনারেল হাসপাতালে টিকা কার্যক্রম দেখতে যান।

পরে বিকেলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি। পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর, করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী ও চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমআই

করোনা ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর