Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রাহকের সোনা আত্মসাৎ: সমবায় ব্যাংকের ৫ কর্মকর্তা রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৩৩

ঢাকা: বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের বন্ধকী সোনা আত্মাসাতের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মামলাটির তদন্ত কর্মকর্তা দুদক উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, সমবায় ব্যাংকের উপমহাব্যবস্থাপক আব্দুল আলিম, সহকারী মহাব্যবস্থাপক (হিসাব) হেদায়েত কবীর, সাবেক প্রিন্সিপাল অফিসার ও সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের এসএস রোড শাখার ব্যবস্থাপক মো. মাহাবুবুল হক, প্রিন্সিপাল অফিসার মো. ওমর ফারুক ও সিনিয়র অফিসার (ক্যাশ) নুর মোহাম্মদ।

অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ২ হাজার ৩১৬ জন গ্রাহকের মোট ৭ হাজার ৩৯৮ ভরি ১১ আনা জামানতকৃত সোনা বিদ্যমান আইন অনুসরণ না করে ত্মসাতের চেষ্টা করেন। টাকার অঙ্কে যার পরিমাণ ৪০ কোটি ৮ লাখ ৬০ হাজার ৮৮৮ টাকা।

ওই ঘটনায় সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহিসহ নয় জনের বিরুদ্ধে দুদক উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ একটি মামলা করেন। মামলা দায়েরের পর দুদক কর্মকর্তা ইব্রাহিমের নেতৃত্ব একটি দল ওই পাঁচ আসামিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করে।

সারাবাংলা/এআই/এমআই

কর্মকর্তা সমবায় সোনা আত্মসাৎ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর