Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৫:১০

সিরাজগঞ্জ: সলঙ্গার রতনকান্দি এলাকা থেকে সুমন (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের রতনকান্দি মাঠের ভেতরে রাখা গাছের ডালপালা ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশু সুমন (৯) রতনকান্দি পূর্ব পাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও হোড়গাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সুমনকে গতকাল রাত থেকে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার ভোরে বাড়ির পাশে একটি জমির ভিতর ইউক্যালিপটাস গাছের ডালপালার ভিতর শিশুটির মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

সারাবাংলা /এসএসএ

উদ্ধার মরদেহ শিশু সলঙ্গা সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর