অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মোড়ক উম্মোচন
স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৪:০৪ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৬:২৮
১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৪:০৪ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৬:২৮
ঢাকা: অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মোড়ক উম্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ বছর (২০২৫ সাল পর্যন্ত) এই পরিকল্পনাটি বাস্তবায়ন করবে সরকার।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) গণভবনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরুর আগে তিনি পরিকল্পনাটির মোড়ক উম্মোচন করেন।
এ প্রসঙ্গে পরিকল্পনাটি তৈরির দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম সারাবাংলাকে বলেন, ‘এর আগে পরিকল্পনা অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। আজ বই আকারে পরিকল্পনাটির মোড়ক উম্মোচন করার মধ্য দিয়ে পূর্ণতা পেল।’
সারাবাংলা/জেজে/পিটিএম