Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৩:০০

প্রতীকী ছবি

বগুড়া: আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সান্তাহার রেলওয়ে থানাধীন আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশনের কাছে ব্রিজের ওপর কাটা পড়ে ওই নারীর মৃত্যুর ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, সোমবার সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়। স্থানীয়রা নিহতের লাশ পড়ে থাকতে দেখে জিআরপি থানা পুলিশে খবর দিলে সান্তাহার রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার মর্গে পাঠায়।

এসআই নজরুল ইসলাম জানান, ওই নারী আত্রাইয়ের বিভিন্ন স্থানে থাকতেন বলে স্থানীয়রা বলেছেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এসএসএ

অজ্ঞাত নারীর মৃত্যু ট্রেনে কাটা বগুড়া

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর