Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে জব্দকৃত ৫ হাজার মণ পাট বেচে দিল পাট অধিদফতর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৩:১২

নাটোর: নাটোরে অবৈধভাবে মজুদ রাখা তিনটি গোডাউনের ৫ হাজার মণ পাট জব্দ করে জুট মিল মালিকদের কাছে বিক্রি করে দিয়েছে পাট অধিদফতর।

সকালে অধিদফতরের মহা-পরিচালক অতিরিক্ত সচিব হোসেন আলী খন্দকার নাটোরের নাজিরপুর বাজারে তিনটি গোডাউনে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদ করে রাখা অন্তত ৫ হাজার মন পাট জব্দ করেন। পরে ৬ হাজার ১০০ টাকা দরে নাটোর জুট মিলস, আকিজ জুট মিলস এবং মালেক জুট মিলের কাছে জব্দকৃত পাটগুলো বিক্রি করা হয়। এ সময় পাট অধিদফদরের নাটোরের মুখ্য পরিদর্শক খন্দকার হাফিজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সম্প্রতি মিলগুলোতে কৃত্রিম পাট সংকট তৈরি হওয়ার কারণে অবৈধ পাট মজুদ ঠেকাতে মাঠে নামে পাঠ অধিদফতর। এরই অংশ হিসেবে নাটোরের নাজিরপুর বাজারের ভাই ভাই বাণিজ্যলয় তিনটি গোডাউনে অন্তত ৫ হাজার মন পাট ৪ মাস ধরে মজুদ করে রেখেছিল। পরে এসব পাঠ জব্দ দেখিয়ে জুট মিল মালিকদের কাছে বিক্রি করে দেয় পাঠ অধিদফতর।

সারাবাংলা/এএম

পাট অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর