Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রায় সাড়ে ৪ হাজার কেজি জাটকাসহ আটক দুই

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২১ ১২:০৮

চাঁদপুর: যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৪ হাজার চারশ কেজি জাটকাসহ দুই জনকে আটক করেছে নৌ পুলিশ। সোমবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে মেঘনা নদীর মোহনায় এই অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় ঢাকার উদ্দেশ্যে পটুয়াখালী থেকে ছেড়ে আসা এমভি অ্যাডভাঞ্চার-১১ ও এমভি জামাল-২ লঞ্চে তল্লাশি চালিয়ে ৪হাজার চারশ কেজি জাটকা জব্দ করা হয়। এই ঘটনায় এমভি জামাল লঞ্চের সুপারভাইজারসহ দুইজনকে আটক করা হয়। জব্দকৃত জাটকা স্থানীয় অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

চাঁদপুর নৌ থানা পুলিশের ইনচার্জ মো. জহিরুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

সারাবাংলা/এসএসএ

আটক উদ্ধার চাঁদপুর জাটকা মেঘনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর