Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্নু সিরামিকের সব পরিচালককে ১ কোটি টাকা করে জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২১ ১০:০৯

ঢাকা: সিকিউরিটিজ সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ১ কোটি টাকা করে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিএসইসির ৭৬১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটি নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ১২ (১) (২), কমিশনস নোটিফিকেশন নম্বর বিএসইসি/সিএমআরআরসিডি/২০০৬-১৫৮/অ্যাডমিন/৮১ ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ এর সেকশন ১৭(বি) ভঙ্গের দায়ে মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) ১ কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সারাবাংলা/ জিএস/এসএসএ

জরিমানা পরিচালক মুন্নু সিরামিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর