Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল: নাছির

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২১ ২০:৫১

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন করে এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর লালদিঘীতে জেলা পরিষদ মার্কেট চত্বরে আয়োজিত এক সমাবেশে আ জ ম নাছির উদ্দীন এ মন্তব্য করেন।

নাছির বলেন, ’১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি প্রহসনের নির্বাচন করে বিএনপি এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। এদেশের গণতন্ত্র ধূলিস্যাৎ করেছিল। ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতাসীন হওয়ার পর বিএনপি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ফারুক-রশিদকে বিরোধীদলের নেতা বানিয়েছিল। তারা প্রমাণ করেছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত ছিল। কিন্তু এই প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে জনগণ ‍তুমুল আন্দোলন করে মাত্র তিনমাসের মাথায় এই সরকারকে পদত্যাগে বাধ্য করে।’

বিএনপিকে নীতি-আদর্শহীন অরাজনৈতিক অপশক্তি উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে। তাদের একমাত্র লক্ষ্য দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করা। ২০০৮ সালে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বানিয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে জনমত তৈরি করেন। ওয়ান-ইলেভেনের সরকার এসে এসব ভুয়া ভোটার বাদ দেয়।’

সমাবেশে সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, ‘১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন শুধু সারাবিশ্বে বাংলাদেশকে কলঙ্কিত করেছে। বিএনপি একটি অরাজনৈতিক অপশক্তি। তারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না। তারা সবসময় একাত্তরের পরাজিত শক্তিকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে এবং এখনও দিচ্ছে।’

বিজ্ঞাপন

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন উপদেষ্টা সফর আলী, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শ্রম সম্পাদক আব্দুল আহাদ, কোতয়ালী থানার সভাপতি ফিরোজ আহম্মদ, বাকলিয়া থানার যুগ্ম আহবায়ক হাজী সিদ্দিক আলম, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, চসিকের ওয়ার্ড কাউন্সিলর হারুনুর রশিদ।

সারাবাংলা/আরডি/পিটিএম

আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম বিএনপি সাধারণ সম্পাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর