তদন্ত কর্মকর্তার জেরায় ফাহাদের ‘জামায়াতের পেজে লাইক, কমেন্টস’
১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৮:২০
ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সর্বশেষ তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর (দক্ষিণ) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ওয়াহেদুজ্জামানের জেরা চলমান রয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) জেরার সময় আসামিপক্ষের আইনজীবীরা আবরার ফাহাদের জামায়াত সংশ্লিষ্টতা ও ভারতবিরোধী ফেসবুক পোস্ট লাইক, কমেন্টস নিয়ে তদন্ত কর্মকর্তাকে বিভিন্ন প্রশ্ন করেন।
এসময় তার জেরা শেষ না হওয়ায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান অবশিষ্ট জেরার জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
এদিন আসামি অনিক সরকারের আইনজীবী মাহবুব আহমেদ তদন্ত কর্মকর্তার কাছে জেরার সময় জানতে চান, ‘নিহত আবরার ফাহাদ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে লাইক-কমেন্টস করতো এবং সে জামায়াতের সমর্থক ছিল, বিষয়টি আপনি তদন্ত করেছেন কি না?’ এই প্রশ্নের জবাবে তিনি বলেন, না।
জামায়াত-বিএনপির আমলে ছাত্রলীগ নেতাকর্মীদের মারধর করে বের দিয়েছিল, কতজনকে বের করে দিয়েছিল সেই পরিসংখ্যান আপনি জানেন কি-না? তিনি তখনও না সূচক জবাব দেন।
তিনি জানতে চান, ঘটনার তিন-চার দিন আগে আবরার বর্তমান সরকারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল কি না? তিনি বলেন, না।
ওই ঘটনার তিন-চার দিন আগে আবরার ফাহাদ ফেসবুকে স্ট্যাটাস দেয়- বর্তমান সরকার ভারতের তোষামুদি করছে। আপনি কি এই বিষয়টি তদন্ত করেছেন। তিনি বলেন, না।
তিনি আরও জানতে চান, আবরার ফাহাদের দেহে চাপাতি বা ধারালো কোনো অস্ত্রের আঘাত পেয়েছেন কি? জবাবে তিনি বলেন না।
ক্রিকেট স্ট্যাম্পসহ জব্দকৃত আলামত জব্দকৃত আলামতে শনাক্ত চিহ্ন দিয়েছেন কি না? তিনি বলেন, না। কেন শনাক্ত চিহ্ন দেন নাই? এ প্রশ্নে নিরব ছিলেন তদন্ত কর্মকর্তা।
তদন্ত কর্মকর্তার কাছে আইনজীবী মাহবুব আহমেদ জানতে চান, উদ্ধারকৃত আলামত সমূহ কোথা থেকে, কী উদ্দেশ্যে এনেছিল তা কি জব্দ তালিকায় উল্লেখ করেছেন? জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, জব্দ তালিকায় উল্লেখ করা হয়নি, তবে কেস ডকেটে উল্লেখ করেছি।
সারাবাংলা/এআই/এমআই