Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে দুদক অভিমুখে বাম জোটের মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৮:২৭

ঢাকা: দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধার ও ফেরত আনা, দুর্নীতিবাজদের গ্রেফতার-বিচার এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করার দাবিতে এই বিক্ষোভ করা হয়েছে।

এর আগে, নগরীর পল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোটের সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জোট নেতারা বলেন, ‘বর্তমান সরকার তার কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখতে এবং সীমাহীন লুটপাট-দুর্নীতির স্বার্থে দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে দিয়েছে। দুর্নীতি দমন কমিশন পরিণত হয়েছে নখদন্তহীন বাঘে।’

বিজ্ঞাপন

কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে মিছিলপূর্ব সমাবেশ বক্তব্য রাখেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির সদস্য মানস নন্দী, ইউসিএলবি’র সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, গণসংহতি আন্দোলনের সম্পাকমণ্ডলীর সদস্য মনিরউদ্দিন পাপ্পু, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক। সভা পরিচালনা করেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন।

নেতারা বলেন, ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ লুটপাটের শিকার হওয়ায় আর্থিকখাতে চরম নৈরাজ্য সৃষ্টি হয়েছে। প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। দুদক লোক দেখানো কিছু পদক্ষেপের বাইরে দেশের দুর্নীতি ও লুটপাটের মূলহোতাদের ধারেকাছেও পৌঁছানোর ক্ষমতা রাখে না।’

বিজ্ঞাপন

সমাবেশ থেকে অবিলম্বে দুর্নীতি-লুটপাটকারীদের গ্রেফতার ও বিচার, দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার ও ফেরত আনার জন্য দুদককে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সেগুনবাগিচার দুদুক কার্যালয় অভিমুখে যাত্রা করে। বিপুল সংখ্যক পুলিশ পথিমধ্যে সেগুনবাগিচা বারডেম হাসপাতালের সামনে শান্তিপূর্ণ মিছিলে বাধা দেয়। জোটের নেতাকর্মিরা সেখানে অবস্থান নেয় এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই গড়ে তোলার অঙ্গীকার করে কর্মসূচি সমাপ্ত করেন।

সারাবাংলা/এএইচএইচ/এমও

অর্থপাচার গণতান্ত্রিক বাম জোট দুদক বাম জোট বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর