পাকিস্তানের গণহত্যার বিচার যে কোনো সময়ই হতে পারে: হাইকমিশনার
১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৭:১৭ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৯:০১
ঢাকা: একাত্তরে বাংলাদেশে পাকিস্তানি জান্তারা যে নারকীয় গণহত্যা চালিয়েছে তার বিচারের উদ্যোগ বাংলাদেশ যে কোনো সময়ই শুরু করতে পারে। এর জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বাধা নেই, ৫০ বছর পরও হতে পারে। আর বাংলাদেশ-ভারত-পাকিস্তানের মধ্যে ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি এই গণহত্যার বিচারে কোনো প্রভাব ফেলবে না।
কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিকাব আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সোমবার (১৫ ফেব্র্রুয়ারি) প্রেস ক্লাবে এ তথ্য জানান।
ভারতের হাইকমিশনারের কাছে একজন কূটনৈতিক প্রতিবেদক প্রশ্ন রাখের যে পাকিস্তান একাত্তরে যে গণহত্যা চালিয়েছে, তা থেকে বাঁচার জন্য পাকিস্তান ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির কথা উল্লেখ করে, আপনি কী মনে করেন?
জবাবে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ‘গণহত্যার বিচার যে কোনো সময়ই হতে পারে। এর জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বাধা নেই। ৫০ বছর পরও এই বিচার হতে পারে।’
তিনি আর বলেন, ‘১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির অন্যতম উদ্দেশ্য ছিল যে যেসব বাংলাদেশি নাগরিক পাকিস্তানের কারাগারে আটক ছিল, তাদের যাতে দ্রুত এবং সহজে দেশে ফিরিয়ে আনা যায়।’
সারাবাংলা/জেআইএল/একে