Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৪ সপ্তাহ নয়, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ৮ সপ্তাহ পর’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৬:২৭ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৩৯

ঢাকা: যারা করোনাভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন, তারা আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজ পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘দেশে ভ্যাকসিনের প্রথম ডোজের চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়ার কথা বলা হয়েছিল। তবে এখন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ আট সপ্তাহ পরে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে এই পরিকল্পনাগুলো চলমান। সময় ও পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে আমাদের সব পরিকল্পনা করতে হচ্ছে। নানা ধরণের পরিবর্তন এখানে হতে পারে। আর তাই কোনো কিছু ফিক্সড বলে দেওয়া যাবে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার সময়ে এই পরিবর্তন আনা হয়েছে। আমাদের পরামর্শক কমিটি, ওয়ার্ল্ড ভ্যাকসিনেশন কমিটি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন- সবাই মিলে পরামর্শ দিয়েছে যে, এটা আট সপ্তাহ পরে হলে ভালো হয়। এ কারণে আমরা দ্বিতীয় ডোজ দেওয়ার সময় পরিবর্তন করেছি।’

এখন পর্যন্ত যারা এই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজের জন্য চার সপ্তাহের ব্যবধানে তারিখ দেওয়া হয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অধ্যাপক ডা. খুরশীদ বলেন, ‘যাদের চার সপ্তাহ পরের তারিখ দেওয়া হয়েছে, তাদের এসএমএসের মাধ্যমে নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে। আমাদের এমআইএসকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।’

সারাবাংলা/এসবি/টিআর/পিটিএম

করোনার ভ্যাকসিন কোভিড-১৯ ডিজি হেলথ দ্বিতীয় ডোজ মহাপরিচালক স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর