Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থনীতিতে সড়ক ও নৌ পরিবহনের অবদান ১ লাখ ৮৭ হাজার কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৫৪

ঢাকা: অর্থনীতিতে সড়ক ও নৌপরিবহন খাতের অবদান এক লাখ ৮৭ হাজার ৫০০ কোটি টাকা। এক্ষেত্রে সড়ক পরিবহন খাতের অবদান এক লাখ ৭৩ হাজার ৪০০ কোটি টাকা। আর নৌ পরিবহনের অবদান ১৪ হাজার ১০০ কোটি টাকা।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) ‘বেসরকারি বাণিজ্যিক যান্ত্রিক এবং অযান্ত্রিক সড়ক ও নৌযান জরিপ ২০১৯’ প্রকাশনার মোড়ক উম্মোচন অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করা হয়। মর্ডানাইজেশন অব ন্যাশনাল অ্যাকাউন্টস স্ট্যাটিসটিকস প্রকল্পের আওতায় জরিপ পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিজ্ঞাপন

আগারগাঁওয়ের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহনের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক তাজুল ইসলাম।

জরিপে বলা হয়, যানবাহনের মোট সংখ্যা সংখ্যা ২৬ লাখ ৫৯ হাজার ২৫৭টি। এর মধ্যে যাত্রীবাহী পরিবহনের সংখ্যা ২৪ লাখ ২২ হাজার ১২৯টি। এর মধ্যে আবার যান্ত্রিক যানবাহনের সংখ্যা ১৭ লাখ ৭৮ হাজার ৮৯৪টি। মালবাহী পরিবহনের সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ১২৯টি। এর মধ্যে আবার যান্ত্রিক পরিবহনের সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৩১৮টি। অযান্ত্রিক পরিবহনের সংখ্যা ৬ লাখ ৪৩ হাজার ২৩৪টি।

যানবাহনে কর্মরত জনবলের মোট সংখ্যা ৩১ লাখ ৭৮ হাজার। এর মধ্যে চালকের সংখ্যা ২৭ লাখ ৬ হাজার, হেল্পার-ক্লিনারের সংখ্যা ২ লাখ ৭০ হাজার, সুপারভাইজার ৫৭ হাজার এবং দৈনিক বেতন ও অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত কর্মী ৩২ হাজার।

বিজ্ঞাপন

সড়ক পরিবহন খাতে কর্মরত জনবলের সংখ্যা ৩৩ লাখ ৬ হাজার জন। এরমধ্যে যাত্রীবাহি পরিবহনে ২৮ লাখ ৫৭ হাজার এবং মালবাহী পরিবহনের সংখ্যা ৪ লাখ ৪৮ হাজার। যানবাহন পরিচালনের মোট ব্যয় ৬৪৫ বিলিয়ন টাকা। এর মধ্যে বেতন ভাতা ১৪০ বিলিয়ন টাকা। জ্বালানি খাতের ব্যয় ২৮৯ বিলিয়ন টাকা, খুচরা যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ ১৫৫ বিলিয়ন টাকা এবং অন্যান্য ব্যয় ৬১ বিলিয়ন টাকা।

বিআরটিএ-বিবিএসের জরিপে ফারাক থাকলেও সুফল পাওয়ার আশা

নৌ পরিবহনের মোট সংখ্যা ২ লাখ ৬২ হাজার ২০৪টি। এর মধ্যে যাত্রীবাহি পরিবহনের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ২৭৬ টি, যান্ত্রিক পরিবহনের সংখ্যা ৬৬ হাজার ৭৮৪টি, অযান্ত্রিক পরিবহনের সংখ্যা ১ লাখ ৭ হাজার ৪৯২টি, মালবাহি পরিবহনের সংখ্যা ৮৭ হাজার ৯২৮টি, যান্ত্রিক পরিবহনের সংখ্যা ৮৩ হাজার ৫৬২টি এবং অযান্ত্রিক পরিবহনের সংষ্যা ৪ হাজার ৩৬৬টি।

এছাড়া নৌ পরিবহন খাতে কর্মরত জনবলের সংখ্যা ৬ লাখ ৯০ হাজার জন। এরমধ্যে যাত্রীবাহি পরিবহনের সংখ্যা ৩ লাখ ৪ হাজার জন, মালবাহী পরিবহনে জনবলের সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার জন।

নৌযান পরিচালন মোট ব্যয় ১১৯.৩ বিলিয়ন টাকা। এরমধ্যে বেতন ভাতা ২.৪ বিলিয়ন, জ্বালানি ৮৪.৬ বিলিয়ন, খুচরা যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ ৯ বিলিয়ন টাকা এবং অন্যান্য ব্যয় ১৬.৫ বিলিয়ন টাকা।

সারাবাংলা/জেজে/এমও

নৌ পরিবহন নৌ যান সড়ক ও নৌ পরিবহন সড়ক পরিবহন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর