Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৫:২১

পঞ্চগড়: সীমান্ত থেকে ওমর ফারুক (২৪) নামে এক পুলিশ কনস্টেবলকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মামিনপাড়া সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কনস্টেবল ওমর ফারুক পঞ্চগড় আদালতে বিচারকদের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে। তার বাড়ি দিনাজপুর জেলায়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ কনস্টেবল ওমর ফারুকসহ ৩ জন পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া সীমান্ত এলাকায় যান। এসময় কয়েকজন ভারতীয় নাগরিকের সঙ্গে তাদের তর্ক হয়। তর্কের এক পর্যায়ে তারা ওমর ফারুককে আটক করে মারধর করে। এসময় অপর দুইজন পালিয়ে গেলেও ভারতীয় চানাকিয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ওমর ফারুককে আটক করে নিয়ে যায়। তবে তারা কেন সীমান্ত এলাকায় গিয়েছিলেন আর কেনই বা ভারতীয়দের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেনি বিজিবি।

এ বিষয়ে ৫৬ বিজিবির অধিনায়কের নম্বরে বারবার কল করলেও তিনি ফোন ধরেননি। তবে পঞ্চগড় বিজিবির ঘাগড়া ক্যাম্প সূত্রে জানা যায়, এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন তারা।

পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাছ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই পুলিশ সদস্য আদালতে বিচারকদের নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন। তিনি কেন সীমান্ত এলাকায় গিয়েছিলেন এ বিষয়ে আমরা এখনও নিশ্চিত না। এ বিষয়ে তদন্ত চলছে।

সারাবাংলা/এসএসএ

পঞ্চগড় পুলিশ বিএসএফ বিজিবি সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর