Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবি কামরুজ্জামান চৌধুরী মারা গেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৩:১৭ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৩:২৫

নেত্রকোনা: নেত্রকোনার মদনপুর শাহ সুলতান (র.) ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যাপক, নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি কবি কামরুজ্জামান চৌধুরী মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

রোববার রাত আড়াইটার দিকে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নেত্রকোণার গুণী এই ব্যক্তি।তিনি দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ভাতিজা কবি তানভীর জাহান চৌধুরী জানান, লেখকের প্রথম জানাজা বিকেল ৩টায় নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযা হবে বাদ আসর, কেন্দ্রীয় জামে (বড়) মসজিদ, নেত্রকোণা।

জানাযা শেষে পারিবারিক কবরস্থানে কবিকে দাফন করা হবে।

সারাবাংলা/একে

কবি কামরুজ্জামান চৌধুরী টপ নিউজ নেত্রকোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর