Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরাকে জঙ্গি হেফাজতে ১৩ তুর্কির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২১ ১২:৩৮

তুরস্ক দাবি করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) সদস্যরা অপহৃত ১৩ তুর্কির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। উত্তর ইরাকের একটি গুহায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে রোববার (১৪ ফেব্রুয়ারি) জানিয়েছেন তুরস্কের কর্মকর্তারা।

যাদের দণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে তুরস্কের সেনা এবং পুলিশ বাহিনীর সদস্যও রয়েছেন বলে জানিয়েছে দেশটি। পিকেকের বিরুদ্ধে একটি সামরিক অভিযান চলমান থাকতেই এ ঘটনা ঘটল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

এর আগে, ১০ ফেব্রুয়ারি তুরস্কের সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে ইরাকের উত্তরাঞ্চলীয় গারা অঞ্চলে পিকেকের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে তুরস্ক।

এ ব্যাপারে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার এক বিবৃতিতে জানিয়েছেন, নিজেদের সীমান্ত সুরক্ষিত রাখতে এবং বিভিন্ন সময় অপহৃত নাগরিকদের উদ্ধারে এ অভিযান শুরু করা হয়েছে।

তিনি জানান, সামরিক অভিযান চলাকালে ৪৮ পিকেকে জঙ্গির মৃত্যু হয়, অপরদিকে তুরস্কের তিন সৈন্যের প্রাণহানি এবং তিন জন আহত হয়েছেন।

মন্ত্রী জানান, অপহৃত তুর্কিদের মধ্যে ১২ জনের মাথায় ও অপরজনকে কাঁধে গুলি করা হয়।

ইরাক সীমান্তের নিকটবর্তী অভিযান নিয়ন্ত্রণ কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, জীবিতাবস্থায় ধৃত দুই সন্ত্রাসীর দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযানের শুরুতেই ওই গুহার দায়িত্বে থাকা সন্ত্রাসীরা তুরস্কের নাগরিকদের মেরে ফেলে।

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মালাটিয়া প্রদেশের গভর্নর জানিয়েছেন, ওই গুহায় নিহতদের মধ্যে ছয় সৈন্য ও দুই পুলিশ কর্মকর্তা রয়েছেন যাদের ২০১৫ ও ২০১৬ সালে দুটি পৃথক ঘটনার সময় অপহরণ করা হয়েছিল। মৃতদের মধ্যে তিন জনের পরিচয় এখনও শনাক্ত হয়নি। মালাটিয়ায় মৃতদের ময়না তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

পিকেকের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ওই এলাকায় সংঘর্ষ চলাকালে তাদের হেফাজতে থাকা কিছু বন্দি মারা গেছেন যাদের মধ্যে তুরস্কের গোয়েন্দা, পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা কখনো কোনো বন্দিকে আঘাত করেনি বলে দাবি করেছে কুর্দিদের এ গোষ্ঠীটি।

প্রসঙ্গত, পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্কের কুর্দি অধ্যুষিত দক্ষিণপূর্বাঞ্চলে সশস্ত্র বিদ্রোহ শুরু করে। তারপর থেকে ওই অঞ্চলে তুরস্কের নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ে এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পিকেকে’কে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে।

সারাবাংলা/একেএম

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরাক কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে) টপ নিউজ তুরস্ক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর