Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় হ্যারি-মেগান

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২১ ১০:২৫ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১০:২৯

দ্বিতীয় সন্তানের আগমনী বার্তা জানিয়েছেন ব্রিটিশ প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মারকেল। খবর বিবিসি।

রোববার (১৪ ফেব্রুয়ারি) হ্যারি-মেগানের মুখপাত্র এ খবর নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে ডিউক এবং ডাচেস অব সাসেক্স জানান, দ্বিতীয় সন্তানের আগমনী বার্তা জানাতে পেরে তারা উচ্ছ্বসিত। একইসঙ্গে, বিবৃতিতে নিজেদের একটি সাদাকালো ছবিও প্রকাশ করেন তারা। ছবিতে মেগান মারকেলের ‘বেবি বাম্প’ দৃশ্যমান।

https://twitter.com/misanharriman/status/1361033242950971394

তবে কবে নাগাদ দ্বিতীয় সন্তানের জন্ম হতে যাচ্ছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। হ্যারি-মেগানের বন্ধু মিসান হ্যারিম্যান মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে ওই দম্পতির ঘনিষ্ট ছবিটি পোস্ট করেন।

এর আগে, ২০২০ সালের নভেম্বরে ব্রিটিশ রাজ পরিবারের প্রথা ভেঙে গর্ভে থাকা অবস্থায় দ্বিতীয় সন্তানের ভ্রূণ নষ্ট হয়ে যাওয়ার খবর জানান মেগান। হ্যারি ও মেগানের প্রথম সন্তান, ছেলে আর্চি মাউন্টব্যাটেন উইন্ডসোরের বয়স এখন এক বছর ৯ মাস।

সারাবাংলা/একেএম

টপ নিউজ দ্বিতীয় সন্তান প্রিন্স হ্যারি মেগান মারকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর