Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাল ও লেকে বর্জ্য ফেলা বন্ধের আহ্বান তাজুল ইসলামের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২১ ২০:২৮

ঢাকা: রাজধানী ঢাকায় প্রতিদিন প্রায় তিন হাজার ২০০ কোটি লিটার পয়োবর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে মাত্র দুই ভাগ বর্জ্য শোধন হচ্ছে। বাকি ৯৮ ভাগ কোনো না কোনো পথে খাল-নদীতে মিশে যাচ্ছে। যদিও ওয়াসার দাবি ২০ ভাগ পয়োবর্জ্য শোধন করা হচ্ছে। কিন্তু বাকি ৮০ ভাগ?— স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম ঢাকা শহরের এই বর্জ্য খাল ও লেকে ফেলা বন্ধ করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘ভালোবাসা দিবস একদিন, শহরকে ভালোবাসি প্রতিদিন’ প্রতিপাদ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে পয়োনিষ্কাশন ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। তিনি একইসঙ্গে শুধু মানুষকে নয়, নিজের শহরকে ভালোবাসারও আহবান জানান।

বিজ্ঞাপন

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘রাজধানীর অধিকাংশ পয়োঃবর্জ্য খালে ও লেকে ফেলা হয়। এটি দ্রুত বন্ধ করতে হবে। এই পয়োবর্জ্যের লাইন কীভাবে বন্ধ করা যায় সে বিষয়ে পরিকল্পনা করার পাশাাপাশি একটা টাইমলাইন নির্ধারণ এবং একটি কমিটি গঠন করতে হবে।’

তিনি বলেন, ‘শুধু মানুষকে ভালোবাসলে হবে না, আমরা যে শহরে বসবাস করি সেই শহরকে ভালোবাসার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশকে ভালোবাসতে হবে। নিজের আবাসস্থল, চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে শহরের প্রতি ভালোবাসার মানসিকতা তৈরি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতে গিয়ে অনেক সুন্দর নগরী দেখি। তখন স্বাভাবিকভাবে মনে হয় যদি আমাদের শহরটিও এমন হতো! তাদের শহর সুন্দর শুধু সরকার বা সিটি করপোরেশন করেনি। সাধারণ মানুষের অংশগ্রহণ ছিলো বলেই সম্ভব হয়েছে। সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণ থাকলেই কেবল ঢাকা নগরীকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব।’

বিজ্ঞাপন

তিনি জানান, ঢাকা শহরকে স্যুয়ারেজের আওতায় নিয়ে আসতে ৫টি পয়োশোধনাগার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে দাশেরকান্দি প্রকল্পের কাজ প্রায় শেষ। এছাড়া অন্যান্য প্রকল্পের কাজ চলমান রয়েছে। এগুলোর কাজ শেষ হলে পুরো ঢাকা শহরের পয়োশোধনাগার ব্যবস্থা নিয়ন্ত্রণে চলে আসবে।

হাতিরঝিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ড্রিম প্রজেক্ট ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সেখানে স্টেডিয়াম করার প্রস্তাব থাকলেও প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী মানুষের জন্য হাতিরঝিল নির্মাণ করা হয়েছে। রাজধানীতে এরকম আরও অনেক হাতিরঝিল করা সম্ভব।’

ঢাকা ওয়াসা ড্রেনেজ ব্যবস্থাপনা ও খালের দায়িত্ব দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করেছে। এখন রাজধানীতে যেসব লেক আছে সেগুলো সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের দাবি আসছে। সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। এছাড়া কর্মশালায় রাজউক, ঢাকা ওয়াসা, গৃহায়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান, নগর পরিকল্পনাবিদ, স্থপতি এবং এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সারাবাংলা/জেআর/পিটিএম

খাল তাজুল ইসলাম পয়োবর্জ্য বর্জ্য লেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর