Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অসাম্প্রদায়িক সংস্কৃতি পৌঁছে দিতে হবে নতুন প্রজন্মের কাছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৩২

চট্টগ্রাম ব্যুরো: বাঙালি সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে সমাজে বিদ্যমান সাম্প্রদায়িকতা, কুপমণ্ডুকতা এবং পশ্চাদপদতা দূর করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বাংলার আবহমান অসাম্প্রদায়িক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর সিআরবি শিরিষতলা মুক্তমঞ্চে প্রমা আবৃত্তি সংগঠন আয়োজিত বসন্ত উৎসবের কথামালায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী নওফেল এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

নওফেল বলেন, ‘এই বছর আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের শতবর্ষ। আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর। বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে বসন্তের আগমন বাঙালি জাতির জন্য সমৃদ্ধি বয়ে আনুক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সমৃদ্ধশালী হচ্ছে। আমরা চাই- এই বাংলাদেশ থেকে অসাম্য দূর হোক, মানুষে-মানুষে সমতা আসুক। আমরা চাই- এই বাংলাদেশে মানবিকতার জয় হোক, নৈতিকতা প্রতিষ্ঠিত হোক, দুর্নীতি-অনিয়ম-অস্বচ্ছতা সমাজ থেকে ধুয়ে যাক।’

সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে সাম্প্রদায়িকতাকে পরাভূত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই চট্টগ্রাম শহরে উন্মুক্ত পরিবেশেই সংস্কৃতিকর্মীরা তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড করবেন। এই চট্টগ্রাম ছিল সংস্কৃতির লীলাভূমি। এখানে বাঙালি সংস্কৃতি গানবাজনা, নৃত্য, কবিতা, নাটক সবকিছুর চর্চা হবে। অসাম্প্রদায়িক বাংলার সাংস্কৃতিক সব উপাদান, আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।’

‘আমরা দেখতে পাচ্ছি, আমাদের সমাজের আনাচেকানাচে এখনো সেই কূপমণ্ডুকতা, এখনো সেই সাম্প্রদায়িকতা, এখনো সেই পশ্চাদপদ মানসিকতা আছে। সংস্কৃতিচর্চার মধ্য দিয়েই সেই মানসিকতাকে পরাভূত করতে হবে’- বলেন নওফেল।

বিজ্ঞাপন

করোনার ভ্যাকসিন দেওয়ায় ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপমন্ত্রী নওফেল বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিশাল কূটনৈতিক বিজয় হচ্ছে- অনেক পশ্চিমা দেশও যেখানে আজও ভ্যাকসিন পায়নি, সেই ভ্যাকসিন আমাদের প্রতিবেশি দেশ, আমাদের বন্ধুদেশ, যে দেশের সাহায্য ছাড়া আমরা স্বাধীন হতে পারতাম না, সেই দেশ ভারতের কাছ থেকে আমরা উপহার পেয়েছি। আরও অনেক ভ্যাকসিন প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্রয় করা হয়েছে। আমি সবাইকে অনুরোধ করব- আপনারা স্বাস্থ্যবিধি মেনে এই ভ্যাকসিন নেবেন। আমরা চাই, এই বাংলাদেশ করোনামুক্ত হোক, আমরা আবারও সুস্থ-সুন্দরভাবে জীবনযাপন শুরু করব।’

কথামালায় অংশ নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারি হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী বলেন, ‘এবারের বসন্ত অন্যান্য বছরের মতো স্বাভাবিক নয়। সামগ্রিক বৈশ্বিক পরিস্থিতি বিরূপ। তবে খুশির খবর হলো ইতোমধ্যে করোনার ভ্যাকসিন আবিস্কার হয়েছে এবং তা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে গেছে। আমি বরাবরের মতো বলতে পারি-ভারত সরকার ‘প্রতিবেশি প্রথম’ নীতিতে বিশ্বাসী। প্রতিবেশি হিসেবে ভারত যে বাংলাদেশকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় তার প্রমাণ হল, ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি ২০ লাখ ভ্যাকসিন সবার আগে বাংলাদেশকে দেওয়া হয়েছে। সামনে আরও দেওয়া হবে।’

বাংলাদেশে সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘সংস্কৃতির চর্চায় ভারত ও বাংলাদেশ একই ঐতিহ্য বহন করছে। বাংলাদেশের মতো ভারতেও বসন্ত উৎসব হয়। মৌলবাদি চিন্তাধারা সমাজ প্রগতির পথে বড় বাধা। মৌলবাদি ধ্যানধারণা থেকে উত্তরণের জন্য শিল্পসংস্কৃতির চর্চা ছাড়া কোনো বিকল্প নেই। নাচ-গান, নাটকের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি। এছাড়া নৈতিক মূল্যবোধ তৈরিতেও বলিষ্ঠ ভূমিকা রাখে। এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড চালু থাকুক। আশা করি এই গৌরবের যাত্রা অব্যাহত থাকবে।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের সদ্যবিদায়ী প্রশাসক মো. খোরশেদ আলম সুজন বলেন, ‘বসন্তের আগমনে প্রকৃতি আজ নতুনভাবে সেজেছে। প্রমার আয়োজনে প্রকৃতির নতুনরূপ পূর্ণতা পেয়েছে এই অঙ্গনে। বসন্তের আগমনের মধ্য দিয়ে আমাদের সকলের অন্তর থেকে গ্লানি, ক্লেদ, ক্রোধ, ক্লেশ, হিংসা দূর হয়ে যাক। আমাদের সবার অন্তরে-অন্তরে সুন্দরের জয়গান মুখরিত হয়ে উঠুক।’

প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান বলেন, ‘পুরো একবছর আমরা একটা মহামারির মধ্য দিয়ে অস্থির সময় কাটিয়েছি। একটা দহনকাল, দুঃসময় কাটিয়েছি। সেই দুঃসময় এখনো পুরোপুরি কেটে যায়নি। মানুষ ভেতরে ভেতরে হাঁপিয়ে উঠেছে। আমরা মনে করি, এই বসন্ত উৎসব মানুষকে সেই অস্বস্ত্বির জায়গা থেকে একটা স্বস্ত্বির জায়গায় এনে দাঁড় করাবে, মানুষকে উজ্জীবীত করবে।’

‘বসন্ত যে পুরনোকে ঝেড়ে নতুনের আবাহন করে, সেই শুভবার্তা আমরা মানুষের মাঝে পৌঁছে দিতে চাই। কারণ মানুষই সকল দুঃসময়কে জয় করে সবসময় সুসময় ফিরিয়ে এনেছে। মানুষই করোনাকালকে পেছনে ফেলে ‍সুসময় ফিরিয়ে আনবে। আমরা বিশ্বাস করি, শেষপর্যন্ত মানুষের জয় হবে, মানবতার জয় হবে। আমরা মানুষ আর মানবিকতার জন্য কাজ করি। একটি আধুনিক সমাজের জন্য কাজ করি। আমরা মনে করি, এই সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে একটি মানবিক, আধুনিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে’- বলেন রাশেদ হাসান।

প্রমা আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

সারাবাংলা/আরডি/এমআই

পহেলা ফাল্গুন বসন্ত উৎসব

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর