Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার ভ্যাকসিন নিলেন সেনাবাহিনী প্রধান

সারাবাংলা ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২১ ১৮:১৮

ঢাকা: নভেল করোনাভাইরাসে সংক্রমণ এড়াতে ভ্যাকসিন নিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। যুক্তরাষ্ট্র থেকে ফিরে রোববার (১৪ ফেব্রুয়ারি) প্রথম কর্মদিবসেই ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি ভ্যাকসিন নেন। ভ্যাকসিন নেওয়া শেষে তিনি সবাইকে কোনো প্রকার গুজবে কান না দিয়ে করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে নির্দেশ প্রদান করেন।

এ ছাড়া দেশের আপামর জনসাধারণ তথা সেনাবাহিনীর সদস্যদের জন্য করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার সুব্যবস্থা করায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দেশব্যাপী করোনাভাইরাস এর ভ্যাকসিন কর্মসূচির আওতায় সেনাবাহিনী প্রধানের নির্দেশে দেশের সকল সম্মিলিত সামরিক হাসপাতালে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়।

ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরুর প্রথম ধাপে গতকাল ১৩ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত মোট ২৬টি ভ্যাকসিন কেন্দ্রে সর্বমোট ১৮ হাজার ২৬৯ জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গসহ অন্যান্য অসামরিক ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হয়। সূত্র: আইএসপিআর।

সারাবাংলা/একে

আইএনপিআর আজিজ আহমেদ সেনাবাহিনী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর